Welcome to

Korean University Application Center​

Passport to the Future

About Us

Introduction to Our Organization

Looking to study in South Korea? Our expert Korea student visa consultant in Dhaka offers complete support for Bangladeshi students going to Korea.

Building Trust

We are committed to building trust

Trusted by Students

Most trusted & Recommends by students

উচ্চ শিক্ষার জন্য কেনদক্ষিণ কোরিয়াতে যাবেন?

দক্ষিণ কোরিয়া-এশিয়ার শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালি দেশ। দেশটি World Economy – তে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। আগামী ২০২৫ সাল নাগাদ কোরিয়ান বিশ্ববিদ্যালয়গুলিতে প্রতিবছর কমপক্ষে ২,৫০,০০০ বিদেশী ছাত্র-ছাত্রী পড়াশোনার জন্য সুযোগ পাবে। এছাড়াও কোরিয়াতে :

বিশ্বমানের পড়াশোনা হলেও, লেখা-পড়ার খরচ খুবই কম।

বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ১০০% পর্যন্ত স্কলারশীপ নিয়ে পড়াশোনা করে উন্নত ক্যারিয়ার গড়ার বিশাল সুযোগ।

ভিসার সম্ভাবনা প্রায় ৯৯%।

পড়াশোনার মাধ্যম সম্পূর্ণ ইংরেজীতে।

ছাত্র-ছাত্রীদের ক্লাস টাইম সপ্তাহে ২০/৩০ ঘন্টা এবং ভ্যাকেশনে ফুল টাইম জব করতে পারে (অনুমতি সাপেক্ষে)

ক্লাস টাইমে, পার্ট টাইম জব করে ছাত্র-ছাত্রীরা মাসে কমপক্ষে ১০০০/১২০০ ডলার আয় করতে পারে।

থাকা-খাওয়ার খরচ মাসে ২৫,০০০- ৪০,০০০ টাকা।

কোরিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেশীর ভাগই আমেরিকান বা ইউরোপিয়ান। অথবা আমেরিকান বা ইউরোপ এর বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা।

আমেরিকা/ ইউরোপের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করে পড়াশোনার সুযোগ।

ব্যাচেলর বা মাস্টার্স শেষ করার পরে প্রত্যেক বিদেশী ছাত্র-ছাত্রী  ২-৩ বৎসর পর্যন্ত জব সার্চ (Job Search D-10) ভিসা পেতে পারে এই ২/৩ বৎসরে বিদেশী ছাত্র-ছাত্রীরা কমপক্ষে ৫০/৬০ লক্ষ টাকা আয় করতে পারে।

পাঁচ বৎসর পরে বিদেশী ছাত্র-ছাত্রীরা PR (Permanent Resident) এর জন্য আবেদন করতে পারবে।

পড়াশোনা করা অবস্থায় স্বামী/ স্ত্রী কে স্পাউস ভিসার মাধ্যমে কোরিয়াতে নেওয়া যায়।

কোরিয়াতে বৈধ ভাবে চাকুরী নিয়ে থাকা যায় এই সমস্ত কারনে প্রতি বছর প্রচুর ছাত্র-ছাত্রী পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার জন্য কোরিয়াতে গমন করে।

আমাদের কার্যক্রম

 KUAC (Korean University Application Center) কোরিয়াতে উচ্চশিক্ষার্থে আগ্রহী ছাত্র-ছাত্রীদের সেবা প্রদান করে থাকে। অভিজ্ঞ পরামর্শক এবং শক্তিশালী অবকাঠামোর সাহায্যে সঠিক গাইডলাইন প্রদান করে থাকে

বিশ্ববিদ্যালয় এবং কোর্স নির্বাচন

KUAC ছাত্র-ছাত্রীদের একাডেমিক যোগ্যতা, আর্থিক সক্ষমতা, আগ্রহের বিষয় এবং ভবিষ্যতের পরিকল্পনা বিবেচনা করে আপনাকে সঠিক কলেজ/ বিশ্ববিদ্যালয়ে সঠিক কোর্স নিতে সহায়তা করে।

ইন্টারভিউর প্রস্তুতি ও ভর্তি নিশ্চিতকরন

ভর্তির ইন্টারভিউর প্রস্তুতির জন্য সঠিক গাইডলাইন প্রদান ও ট্রায়াল ইন্টারভিউ নেয়া হয় যাতে একজন ছাত্র স্বল্পতম সময়ে ও নিশ্চিতভাবে তার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। ভর্তিতে KUAC এর সাফল্যের হার 100% এর কাছাকাছি।

ভিসা গাইডেন্স প্রদান

KUAC আপনার ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন এর গাইডেন্স প্রদান করে যা আপনাকে আপনার একাডেমিক সত্যতা, আর্থিক স্থিতিশীলতা এবং বিদেশে গিয়ে ফিরে আসার শর্তাবলী নির্ধারণী প্রমাণ করে ভিসা পেতে সক্ষম করে।

ব্যাংকঋণ এবং ভ্রমণ ব্যবস্থা

KUAC আপনাকে শিক্ষাগত লোন, বৈদেশিক মুদ্রার আনুষ্ঠানিকতা এবং এমনকি ভ্রমণের পরিকল্পনায় সহায়তা করে। প্রয়োজনে আমরা বিমানবন্দর-বাছাই এবং অস্থায়ী থাকার ব্যবস্থা সমন্বয় করি। এছাড়া ভিসা পেয়ে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পৌছাতে এয়ারপোর্ট পিকআপ ও থাকার ব্যবস্থা করে থাকে।

গমনের পুর্ব প্রস্তুতি এবং ওরিয়েন্টেশন

উচ্চ শিক্ষার জন্য বিদেশে ভ্রমণকারী বেশিরভাগ শিক্ষার্থী কখনও বিদেশে ভ্রমণ করেনি। তারা বিদেশ গমনের পর সহায়তা পাওয়ার জন্য বন্ধু এবং সহযোগীদের উপর নির্ভর করে। নতুন পরিবেশটি উদ্বেগজনক হতে পারে এবং শিক্ষার্থীরা কয়েকটি সাধারন ভুলের কারনে শুরুতেই আত্মবিশ্বাস হারাতে পারে।

IELTS/Doulingo/ অন্যান্য সহায়তা

KUAC ছাত্র-ছাত্রীদের উপরোক্ত পরীক্ষার প্রস্তুতি গ্রহন, পরীক্ষার তারিখ নির্ধারন, ফরমপুরন, সম্ভাব্য ইউনিভার্সিটি অনুযায়ী যোগ্যতা যাচাই করে আবেদনের জন্য দরকারী স্কোর পেতে সহায়তা করে থাকে; এক্ষেত্রে উচ্চমানের স্টাডি সামগ্রী, সিডি এবং কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা করে থাকে।

Photo Gallery

কোরিয়ান ইউনিভার্সিটির ডীন ও প্রফেসরদের সাথে কিছু ছবি।

Popular Subjects

Far far away, behind the word mountains, far from the Consonantia, there live
the blind texts. Separated they marks grove right at the coast

Economics

Economics Department focuses on financial systems, markets, global trade, resource allocation, & economic policies.

Computer Science

The Computer Science Department focuses on programming, AI, cybersecurity, and technological innovation.

Biological Sciences

Explore the Biological Sciences department, offering cutting-edge research and education in life sciences.

Psychology

The Psychology Department explores human behavior, mental processes, therapy, and research methodologies.

English

The English Department fosters creativity, critical thinking, and communication through literature, language, and writing studies.

Engineering

Engineering department offers innovative programs, fostering technical expertise & real-world problem-solving skills.

Frequenty Asked Questions

ভিসার সম্ভাবনা প্রায় ১০০%।

কোরিয়াতে যাওয়ার ৬ মাস পর থেকে ছাত্র/ছাত্রীরা পার্ট টাইম কাজ করতে পারবে।

পড়াশোনার মাধ্যম সম্পূর্ন ইংরেজীতে।

পড়াশোনার পাশা-পাশী ছাত্র/ছাত্রীরা পার্ট-টাইম কাজ করে তাদের পড়াশোনার খরচ সহজেই বহন করতে পারবে।

ব্যচেলর বা মাস্টার্স শেষ করার পরে প্রত্যেক বিদেশী ছাত্র/ছাত্রী 36 মাস (3 বৎসর)পর্যন্ত জব–সার্চ (Job Search D-10) ভিসা পেতে পারে।

হ্যাঁ পড়াশোনা করা অবস্থায় স্বামী/ স্ত্রী-কে স্পাউস ভিসার মাধ্যমে কোরিয়াতে নেওয়া যায়।

বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে 100% পর্যন্ত স্কলারশীপ নিয়ে পড়াশোনা করে উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ ।

ছাত্র/ছাত্রীরা, আমেরিকা/ইউরোপের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করে পড়াশোনা করতে পারবে।

থাকা খাওয়ার খরচ মাসে ১৫,000/২০,000 টাকায় হয়ে যাবে।

Let us know how we can help

Feedbacks

Speak to our Friendly team.

info@kauc.com

Call Us

Sat-Thu from 8am to 5pm

info@kauc.com

Feedbacks

House #69, Road #7/A, 3rd Floor, Dhanmondi Dhaka, Bangladesh

The Reasons

to Choose KUAC

Choose us for world-class education, exceptional faculty, and a commitment to your success and growth.

Choose Exact Faculty

Learn from highly qualified professonals dedicated to guiding you toward academic and professional success.

Update Information

You will get updated information about South Korean universities’ terms and conditions.

Job Connections

Have strong company experts for part time job & career opportunities after post-graduation.

Meet Our Experienced Professionals

Far far away, behind the word mountains, far from the Consonantia, there live
the blind texts. Separated they marks grove right at the coast

Dr. Emily Carter Computer Science
Dr. Michael Bennett Business Administration
Professor John Miller Senior Faculty in Economics
Dr. Rachel Adams Psychology Programs
Testimonials

Feedback From Students

Customer Support

"KUACBD truly transformed my future. The faculty are incredibly knowledgeable, and the resources provided are unmatched. I gained not only a better admission but also confidence and career readiness. Highly recommend for anyone seeking quality higher abroad education!"

Sarah Rahman CSE Student

"Choosing KUACBD was the best decision I ever made! The team guided me step-by-step through my university application and visa process. Their expert advice and constant support made everything smooth and stress-free. Thanks to them, I got admission to my dream university abroad. I’m truly grateful and highly recommend KUACBD to every student aiming to study overseas!"

Ashik Islam AI Student