WELCOME TO

Korean University Application Center

watch the

aaa

Video

Looking to study in South Korea? Our expert Korea student visa consultant in Dhaka offers complete support for Bangladeshi students going to Korea.

As the trusted Korean University Application Center for Bangladesh, we guide you in university selection, document preparation, and visa processing.

With proven experience and dedication, we make your study abroad journey smoother, helping you achieve your dream of studying in South Korea with confidence and ease.

উচ্চ শিক্ষার জন্য কেন দক্ষিণ কোরিয়াতে যাবেন?

দক্ষিণ কোরিয়া-এশিয়ার শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালি দেশ। দেশটি World Economy – তে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। আগামী ২০২৫ সাল নাগাদ কোরিয়ান বিশ্ববিদ্যালয়গুলিতে প্রতিবছর কমপক্ষে ২,৫০,০০০ বিদেশী ছাত্র-ছাত্রী পড়াশোনার জন্য সুযোগ পাবে। এছাড়াও কোরিয়াতে :

(১) বিশ্বমানের পড়াশোনা হলেও, লেখা-পড়ার খরচ খুবই কম।

(২) বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ১০০% পর্যন্ত স্কলারশীপ নিয়ে পড়াশোনা করে উন্নত ক্যারিয়ার গড়ার বিশাল সুযোগ।

(৩) ভিসার সম্ভাবনা প্রায় ৯৯%।

(৪) পড়াশোনার পাশাপাশি বিদেশী ছাত্র-ছাত্রীরা পার্ট-টাইম কাজ করে তাদের পড়াশোনার খরচ সহজেই বহন করতে পারবে।

(৫)পড়াশোনার মাধ্যম সম্পূর্ন ইংরেজতে।

(৬) ছাত্র-ছাত্রীরা ক্লাস টাইমে সপ্তাহে ২০/৩০ ঘন্টা এবং ভ্যাকেশনে ফুল টাইম জব করতে পারে(অনুমতি সাপেক্ষে)

(৭) ক্লাস টাইমে, পার্ট টাইম জব করে ছাত্র-ছাত্রীরা মাসে কমপক্ষে ১০০০/১২০০ ডলার আয় করতে পারে।

(৮) থাকা-খাওয়ার খরচ মাসে ৫,০০০/ ৪০,০০০ টাকা।

(৯) কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেশীর ভাগই আমেরিকান বা ইউরোপিয়ান অথবা আমেরিকান বা ইউরোপিয়ান বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পাশকরা।

(১০) আমেরিকা/ ইউরোপের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করে পড়াশোনার সুযোগ।

(১১) ব্যচেলর বা মাস্টার্স শেষ করার পরে প্রত্যেক বিদেশী ছাত্র-ছাত্রী  ২-৩ বৎসর পর্যন্ত জব সার্চ (Job Search D-10) ভিসা পেতে পারে এই /৩ বৎসরে বিদেশী ছাত্র-ছাত্রীরা কমপক্ষে ৫০/৬০ লক্ষ টাকা আয় করতে পারে।

(১২) পাঁচ বৎসর পরে বিদেশী ছাত্র-ছাত্রীরা PR (Permanent Resident) এর জন্য আবেদন করতে পারবে।

(১৩) পড়াশোনা করা অবস্থায় স্বামী/ স্ত্রী কে স্পাউস ভিসার মাধ্যমে কোরিয়াতে নেওয়া যায়।

(১৪) পড়াশোনা শেষ করে কোরিয়াতে বৈধ ভাবে চাকুরী নিয়ে থাকা যায় এই সমস্ত কারনে প্রতি বছর প্রচুর ছাত্র-ছাত্রী পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার জন্য কোরিয়াতে গমন করে

আমাদের কার্যক্রম

 KUAC (Korean University Application Center) কোরিয়াতে উচ্চশিক্ষার্থে আগ্রহী ছাত্র-ছাত্রীদের সেবা প্রদান করে থাকে। অভিজ্ঞ পরামর্শক এবং শক্তিশালী অবকাঠামোর সাহায্যে সঠিক গাইডলাইন প্রদান করে থাকে

বিশ্ববিদ্যালয় এবং কোর্স নির্বাচন

KUAC ছাত্র-ছাত্রীদের একাডেমিক যোগ্যতা, আর্থিক সক্ষমতা, আগ্রহের বিষয় এবং ভবিষ্যতের পরিকল্পনা বিবেচনা করে আপনাকে সঠিক কলেজ/ বিশ্ববিদ্যালয়ে সঠিক কোর্স নিতে সহায়তা করে।

ইন্টারভিউর প্রস্তুতি ও ভর্তি নিশ্চিতকরন

ভর্তির ইন্টারভিউর প্রস্তুতির জন্য সঠিক গাইডলাইন প্রদান ও ট্রায়াল ইন্টারভিউ নেয়া হয় যাতে একজন ছাত্র স্বল্পতম সময়ে ও নিশ্চিতভাবে তার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। ভর্তিতে KUAC এর সাফল্যের হার 100% এর কাছাকাছি।

ভিসা গাইডেন্স প্রদান

KUAC আপনার ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন এর গাইডেন্স প্রদান করে যা আপনাকে আপনার একাডেমিক সত্যতা, আর্থিক স্থিতিশীলতা এবং বিদেশে গিয়ে ফিরে আসার শর্তাবলী নির্ধারণী প্রমাণ করে ভিসা পেতে সক্ষম করে।

ব্যাংকঋণ এবং ভ্রমণ ব্যবস্থা

KUAC আপনাকে শিক্ষাগত লোন, বৈদেশিক মুদ্রার আনুষ্ঠানিকতা এবং এমনকি ভ্রমণের পরিকল্পনায় সহায়তা করে। প্রয়োজনে আমরা বিমানবন্দর-বাছাই এবং অস্থায়ী থাকার ব্যবস্থা সমন্বয় করি। এছাড়া ভিসা পেয়ে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পৌছাতে এয়ারপোর্ট পিকআপ ও থাকার ব্যবস্থা করে থাকে।

গমনের পুর্ব প্রস্তুতি এবং ওরিয়েন্টেশন

উচ্চ শিক্ষার জন্য বিদেশে ভ্রমণকারী বেশিরভাগ শিক্ষার্থী কখনও বিদেশে ভ্রমণ করেনি। তারা বিদেশ গমনের পর সহায়তা পাওয়ার জন্য বন্ধু এবং সহযোগীদের উপর নির্ভর করে। নতুন পরিবেশটি উদ্বেগজনক হতে পারে এবং শিক্ষার্থীরা কয়েকটি সাধারন ভুলের কারনে শুরুতেই আত্মবিশ্বাস হারাতে পারে।

IELTS/Doulingo/ অন্যান্য সহায়তা

KUAC ছাত্র-ছাত্রীদের উপরোক্ত পরীক্ষার প্রস্তুতি গ্রহন, পরীক্ষার তারিখ নির্ধারন, ফরমপুরন, সম্ভাব্য ইউনিভার্সিটি অনুযায়ী যোগ্যতা যাচাই করে আবেদনের জন্য দরকারী স্কোর পেতে সহায়তা করে থাকে; এক্ষেত্রে উচ্চমানের স্টাডি সামগ্রী, সিডি এবং কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা করে থাকে।

Photo Gallery

কোরিয়ান ইউনিভার্সিটির ডীন ও প্রফেসরদের সাথে কিছু ছবি।

Frequently Asked Questions

ভিসার সম্ভাবনা প্রায় ১০০%।

কোরিয়াতে যাওয়ার ৬ মাস পর থেকে ছাত্র/ছাত্রীরা পার্ট টাইম কাজ করতে পারবে।

পড়াশোনার মাধ্যম সম্পূর্ন ইংরেজীতে।

পড়াশোনার পাশা-পাশী ছাত্র/ছাত্রীরা পার্ট-টাইম কাজ করে তাদের পড়াশোনার খরচ সহজেই বহন করতে পারবে।

ব্যচেলর বা মাস্টার্স শেষ করার পরে প্রত্যেক বিদেশী ছাত্র/ছাত্রী 36 মাস (3 বৎসর)পর্যন্ত জব–সার্চ (Job Search D-10) ভিসা পেতে পারে।

হ্যাঁ পড়াশোনা করা অবস্থায় স্বামী/ স্ত্রী-কে স্পাউস ভিসার মাধ্যমে কোরিয়াতে নেওয়া যায়।

বিদেশী ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে 100% পর্যন্ত স্কলারশীপ নিয়ে পড়াশোনা করে উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ ।

ছাত্র/ছাত্রীরা, আমেরিকা/ইউরোপের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করে পড়াশোনা করতে পারবে।

থাকা খাওয়ার খরচ মাসে ১৫,000/২০,000 টাকায় হয়ে যাবে।

Recent Blogs

Get In Touch
Find Us
Follow Us

Check Your Eligibility

Please fill-up the form & we will send you a confirmation SMS.

Scroll to Top